প্রকাশিত: Mon, Dec 19, 2022 4:15 PM
আপডেট: Wed, Jul 2, 2025 2:34 AM

পরাজয়ের পর বিক্ষোভে উত্তাল ফ্রান্সের রাজপথ

ইমরুল শাহেদ: গ্যালারিতে বসে বিশ্বকাপ ফাইনাল দেখেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ম্যাচ শেষ হওয়ার পর তিনি খেলোয়ারদের সান্ত্বনা দিতে মাঠে নেমে আসেন। কিন্তু তার সান্ত্বনা বাণী থামাতে পারেনি দেশবাসীর বিক্ষোভ। বিজয়ের কাছাকাছি গিয়েও কাপ অধরা থেকে যাওয়াকে মেনে নিতে পারেননি ফরাসি ফুটবলপ্রেমীরা। 

রোববার রাতে ফরাসীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে প্যারিস, লিওন এবং অন্যান্য শহরের রাজপথ। বিক্ষোভকারীরা সাধারণ মানুষের গাড়ি আটকে আক্রমণ করে। বিক্ষোভকারীদের সরাতে রাস্তায় নামতে হয় পুলিশকে। লাঠিচার্জে কাজ না হওয়ায় কাঁদানে গ্যাস ছুড়তে শুরু করে পুলিশ। আতঙ্কে গাড়ি নিয়ে পালাতে শুরু করেন পথচারীরা। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটকও করেছে পুলিশ।

ফ্রান্স প্রেসিডেন্ট খেলা দেখতে কাতার মাঠে উপস্থিত হলেও ফাইনাল ম্যাচ দেখার জন্য শহরের কোথাও জায়ান্ট স্ক্রিন বসানোর অনুমতি দেয়নি ফ্রান্স প্রশাসন। ফলে বিভিন্ন ক্যাফে-রেস্তোরাঁ, বার-পাবে ভিড় করে খেলা দেখেছেন তারা। তারপরও হেরে গেছে প্রিয় দেশ, স্বপ্ন ভাঙার যন্ত্রণায় আচ্ছন্ন ফ্রান্সের মানুষ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব